Thursday, August 28, 2025

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বিসমিল্লাহ খাঁর বসত ভিটে, নিঃশব্দে মুছে গেল প্রবাদপ্রতিম শিল্পীর স্মৃতিচিহ্ন

Date:

প্রয়াণ দিবসের প্রাক্কালে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খাঁর বসত ভিটে। ইতিহাসের পাতা থেকে মুছে গেল এক প্রবাদপ্রতিম সানাই বাদকের কীর্তির স্মৃতি চিহ্ন ।
১৯৩৬ সাল থেকে বিসমিল্লা বেনারসের যে বাড়িতে থাকতেন, গত ১২ অগাস্ট সেই স্মৃতিবিজড়িত বাড়ির অংশবিশেষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে । এই কাজে বাধা দিতে এগিয়ে আসেনি পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ওই বাড়িটিকে কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হবে। কোনও হেলদোল দেখায়নি উত্তরপ্রদেশ সরকার। বাড়িটি রক্ষা করতে উদ্যোগী হয়নি কেন্দ্র সরকারও। বিসমিল্লার রেওয়াজ ঘর। থেকে শুরু করে তার সুর-সাধনার অসংখ্য মূল্যবান স্মৃতিচিহ্ন নিঃশব্দ মুছে ফেলা হল।। আস্তাকুঁড়েতে ঠাঁই হল তার ব্যবহৃত আসবাব, জিনিসপত্র।বারানসির গঙ্গার তীরে বেড়ে ওঠা বিসমিল্লাহ খাঁর মনপ্রাণও ছিল অত্যন্ত উদার। ব্যক্তি জীবনেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন।
গত ২০০৬-এ বিসমিল্লা খানের মৃত্যুর পর থেকে তাঁর পরিবারের দাবি ছিল, উস্তাদের স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হোক। তাতে প্রদর্শিত হোক বিসমিল্লার বিভিন্ন স্মারক। তবে এক শতক পেরিয়েও সে আশা অপূর্ণই থেকে গিয়েছে।
গরিব ছিন্নমূল শিশুদের জন্য তিনি অকাতরে বিলিয়ে দিতেন যথাসাধ্য। কিংবদন্তি সানাই-বাদকের সেই ভিটে-মাটি গুঁড়িয়ে দিয়ে ঐতিহ্য, ইতিহাসের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হল। নিঃশব্দ, নীরবে স্মৃতির অন্তরালে চলে গেলেন ভারতীয় সংস্কৃতি জগতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version