শুরু তদন্ত, মুম্বই পুলিশের নজরদারি এড়াতে বায়ুসেনার গেস্টহাউসে উঠল সিবিআই

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যের তদন্তে আসা সিবিআই অফিসারদের উপর মুম্বই পুলিশ বা মহারাষ্ট্র সরকার যাতে নজরদারি চালাতে না পারে সেজন্য বায়ুসেনার গেস্টহাউসে রাখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী টিমকে। মুম্বই বিমানবন্দরের কাছে বায়ুসেনার সুরক্ষিত বলয়ে থাকবেন সিবিআই সদস্যরা। ১৫ সদস্যের যে সিবিআই টিম মুম্বই এসেছে তার মধ্যে একাধিক ‘হাইপ্রোফাইল’ মামলার তদন্তকারী অফিসার আছেন। এর আগে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছেন এই দলের সদস্যরা। আছেন একাধিক ফরেনসিক এক্সপার্ট। শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃত্যুরহস্যের তদন্তে সামিল হওয়া ফরেন্সিক ডাক্তার সুধীর গুপ্তও থাকছেন এই দলে। এছাড়া রয়েছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা মনোজ শশীধর। অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি, ঋণখেলাপি বিজয় মালিয়া মামলার মত চাঞ্চল্যকর মামলার তদন্তে যুক্ত ছিলেন তিনি। রয়েছেন ডিআইজি গগনদীপ গম্ভীর। সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন কেলেঙ্কারির তদন্তভার এবং অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলার তদন্তে ছিলেন তিনি। এছাড়াও রয়েছেন এসপি নূপুর প্রসাদ। বিজয় মালিয়া মামলার টিমে তিনিও ছিলেন। জানা যাচ্ছে, সুশান্ত মামলার তদন্তকারী অফিসার হতে চলেছেন নূপুরই।

এদিকে আজই বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে যাওয়ার কথা সিবিআইয়ের। তদন্তের প্রয়োজনে ক্রাইম সিন পুনর্নির্মাণ করা হবে। এছাড়া রিয়া চক্রবর্তী সহ বাকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও শুরু হচ্ছে। সিবিআইয়ের একটি দল উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র ও ডিজিটাল ডকুমেন্টের ফরেনসিক পরীক্ষা চালাবে। তদন্তকারী ইডি অফিসার ও মুম্বই পুলিশ অফিসারদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য নেবে সিবিআই।

Previous articleশিখার অনুরোধে সোমেন-স্মরণ আপাতত স্থগিত
Next articleসাপ্তাহিক লকডাউনেও দেদার বিকিকিনি ফরাক্কায়