ভারতের জাতীয় পতাকার আদলে বানানো কেক। সেই তেরঙ্গা কেক কেটেই জন্মদিন পালন করা হল মালদহের এক তৃণমূল নেত্রীর। এই কাজের পর জাতীয় পতাকা অবমাননা করার দায়ে সমালোচনায় মুখর জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিশিষ্টজনেরা।

অভিযোগ, তেরঙ্গা জাতীয় পতাকার আদলে কেক তৈরি করে ছুরি দিয়ে সেই কেক কেটে জন্মদিন পালন করেন মালদহের তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরি। তিনি আবার প্রয়াত রেলমন্ত্রী গনিখান চৌধুরীর ভাগ্নি। জাতীয় পতাকার আদলে কেক কেটে এই বিনোদন করা নিয়ে সমালোচনায় সরব জেলার রাজনৈতিক নেতা-কর্মী থেকে শিক্ষক, বুদ্ধিজীবী মহল। শুক্রবার রতুয়ায় শেহনাজ কাদেরি নিজের জন্মদিন পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়ার তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ অন্যান্যরা। এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের করতালির মাধ্যমে জাতীয় পতাকার মত বানানো কেক কাটা হয়। পরে বিতর্কের আঁচ পেয়ে কাদেরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান। এব্যাপারে তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার বলেন, এই ধরনের ঘটনা আদৌ সমর্থনযোগ্য নয়। দল এর ব্যাখ্যা চাইবে। জাতীয় পতাকার অবমাননা তৃণমূল বরদাস্ত করে না।