Thursday, November 13, 2025

“অন্য কেউ না, আমিই সুশান্তের সম্পত্তির উত্তরাধিকারী”, জানিয়েছেন সুশান্তের বাবা

Date:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাঁর বাবা এবং তাঁর দিদিরা। বিবৃতি জারি করে জানালেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। সূত্রে খবর অনুযায়ী, অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্তের সম্পত্তির ভাগ পাওয়ার কথা বলেছিলেন। তবে কি এই কারণেই কে কে সিং বিবৃতি জারি করে এমন মন্তব্য করেছেন?

সুশান্তের মামলায় সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে। কোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কে কে সিং বৃহস্পতিবার এমন এক বিবৃতি জারি করে জানিয়েছেন, আইনত তিনি এবং তাঁর মেয়েরাই একমাত্র প্রয়াত অভিনেতার অভিভাবক তথা উত্তরাধিকারী।

অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং ওই বিবৃতিতে জানিয়েছেন, “আমিই একমাত্র সুশান্তের অভিভাবক। সুশান্ত বেঁচে থাকাকালীন যে সমস্ত আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কাজ করতেন, ওঁর মৃত্যুর পর তাঁদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। আমি লিখিত সম্মতি না দিলে সুশান্তের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কেউ কোথাও হাজিরা দিতে পারবেন না।” এছাড়া তিনি আরও বলেন, “এই কারণগুলি ছাড়া আরও একটি বিষয় স্পষ্ট করতে চাই। সুশান্তের পরিবার বলতে আমি আর আমার মেয়েরাই। আমাদের সবার যৌথ সিদ্ধান্তে আইনজীবী হিসেবে বরুণ সিংকে নিয়োগ করেছি। এবং আমাদের পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করবেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং। এছাড়া আর কেউ যদি নিজেকে সুশান্তের পরিবারে বলে দাবি করেন, সেটা একেবারেই গ্রাহ্য হবে না।”

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version