বেলাগাম বেসরকারি হাসপাতালের বিল, নিয়ন্ত্রণে ১৫ দফা নির্দেশ

বেসরকারি হাসপাতালের বেলাগাম বিলে লাগাম পড়াতে স্বাস্থ্য কমিশনের ১৫ দফা দাওয়াই …

১. মার্চে যে বেড চার্জ ছিল, সেই চার্জ রাখতে হবে।

২. টাকা না দিলেও করোনা রোগীর চিকিৎসা শুরু করতে হবে।

৩. টাকা জমার উপর নির্ভর করবে না রোগীর চিকিৎসা

৪. কোনও কোভিড রোগীকে ফেরানো যাবে না।

৫. সিরিঞ্জ-তুলো সহ নানা সরঞ্জামে ২০% ছাড় দিতে হবে।

৬. বিভিন্ন চিকিৎসার জন্য রেট চার্ট দিতে হবে। থাকবে হাসপাতালের তিনটি জায়গায়।

৭. রোগীর পরিবারের কাছে যেন চার্ট পরিস্কার হয়।

৮. রেট চার্ট ঠিক করতে ৩ সদস্যের কমিটি।

৯. ওষুধে ১০% ছাড় দিতে হবে।

১০. ডাক্তারদের ভিজিট ১০০০ টাকার বেশি করা যাবে না।

১১. বিভিন্ন খরচও বেঁধে দেওয়া হবে।

১২. টেস্ট অহেতুক কিনা প্রদীপ মিত্রর নেতৃত্বে তৈরি ৩ সদস্যের কমিটি খতিয়ে দেখবে।

১৩. প্যাথলজিক্যাল রিপোর্ট খতিয়ে দেখবে কমিটি।

১৪. বারবার আইসিইউ ভিজিট হলে ডাক্তার অতিরিক্ত ১০০০টাক চার্জ করা যাবে।

১৫. প্রয়োজনে আক্রান্তের পরিবার বাইরে থেকে ওষুধ আনতে পারবেন।

Previous articleমৃত্যুর আগের রাতে সুশান্তর ফ্ল্যাটের আলো তাড়াতাড়ি নিভে যায়! চাঞ্চল্যকর দাবি প্রতিবেশীর
Next articleসাত পাতার বিবৃতি জারি করে রবীন্দ্রনাথকেই বহিরাগত বললেন বিশ্বভারতীর উপাচার্য