Thursday, November 13, 2025

অস্বস্তিতে জাতীয় কংগ্রেস৷ দলে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে৷

অসুস্থতার কারণে দলের চেয়ারপার্সনের দায়িত্ব থেকে দ্রুত সরতে চান সোনিয়া গান্ধী।

কিন্তু ফের সভাপতির দায়িত্ব নিতে নারাজ রাহুল গান্ধী। ঘনিষ্ঠ মহলে রাহুলের বার্তা, দলের দায়িত্ব নয়, এখন যেভাবে তিনি দলের সাংসদ হিসেবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তেমনই চালিয়ে যেতে চান।

রাহুলের এই মনোভাবে
নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসে চরম অস্বস্তি শুরু হয়েছে। নতুনভাবে সভাপতি নির্বাচনের এখনই কোনও সম্ভাবনা নেই। অন্তর্বর্তী চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধী দল সামাল দিচ্ছেন বটে, কিন্তু নানা ইস্যুতে দলের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই দলের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের অভিমত৷ কোন বিষয়ে সুর চড়ানো হবে, কোথায় তুলনায় কম সরব হবে দল, তা ঠিক করা সমস্যাজনক হচ্ছে৷

রাহুল গান্ধী চাইছেন, সংগঠনে প্রবীণদের কিছুটা সরিয়ে নবীনদের বেশি করে সুযোগ দেওয়া হোক। দলের অভিজ্ঞ নেতাদের বক্তব্য, বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হলে অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ নেতাদেরই দরকার৷ এই মতের সমর্থক স্বয়ং সোনিয়া’ও। এর ফলে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির জেরে আজ, শনিবার CWC বা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার প্রস্তুতি নিয়েও তা বাতিল করা হয়েছে। আগামী ২৪ তারিখ এই বৈঠক হতে পারে৷ তবে AICC এ বিষয়ে এখনও কিছু জানায়নি৷

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version