সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কুপার হাসপাতালে পৌঁছল সিবিআই। ওই হাসপাতালেই অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল। তদন্তকারী অফিসাররা ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে বলে খবর। এইমসের ৫ সদস্যের বোর্ডকে এই রিপোর্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। সিবিআই জেরার মুখে পড়েছেন সুশান্তের রুমমেট তথা বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং অভিনেতার বাড়ির রাঁধুনি। তদন্তের স্বার্থে এদিন বান্দ্রা থানায় গিয়েছিল সিবিআই।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বৃহস্পতিবার মুম্বই পৌঁছেছে সিবিআই। তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে অফিসাররা। এরই মধ্যে উঠে এসেছে, সুশান্তের মৃত্যুর পরের দিন কুপার হাসপাতালের মর্গে ঢুকেছিলেন রিয়া চক্রবর্তী। কীভাবে এবং কেন রিয়া মর্গে ঢুকেছিলেন সেই সম্পর্কে সিবিআই দল জানতে চাইতে পারে বলে শোনা যাচ্ছে।