দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সুরেশ রায়না। অবসর নিয়েই ২০১৯-এ বিশ্বকাপে ভারতের পরাজয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রায়না। বলেছেন, ভারতীয় ব্যাটিং লাইনআপে চার নম্বর স্থানে হায়দরাবাদের ক্রিকেটার আম্বাতি রায়ডু থাকার দরকার ছিল। তাহলেই একমাত্র অন্যরকম ফলাফল পাওয়া যেত।

সুরেশ জানান, ২০১৯ সালের বিশ্বকাপ টুর্নামেন্টে রায়ডু রিজার্ভ খেলোয়াড় হিসেবেই ছিলেন। টুর্নামেন্ট চলাকালীন বিজয় শংকর চোট পাওয়ার পরে রায়ডুকে বাদ দিয়ে মায়াঙ্ক আগরওয়ালকে বেছে নেওয়া হয়েছিল।

রয়ানা রায়ডু সম্পর্কে বলেন, “আমি চাইছিলাম রায়ডু দলে চার নম্বর জায়গাটা নিক। ও খুব পরিশ্রমী। দেড় বছর ধরে টানা খেলেছিল। খুব ভাল পারফরম্যান্সও ছিল। তবে শেষ পর্যন্ত জায়গাটা পেল না। ও ফিটনেস টেস্টে পাস করতে পারল না। বদলে যখন আমায় নেওয়া হল। সেটা জেনে আমি দুঃখিত ছিলাম।”

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে একসঙ্গেই খেলেন রায়না ও রায়ডু। কিন্তু পর পর দুটি বিশ্বকাপে খেলার সুযোগ কোন সুযোগই পায়নি রায়ডু। এরপর ২০১৯ সালের ১৩ জুলাই অবসর সিদ্ধান্ত নেন আম্বাতি রায়ডু।
