গভীর কোমায়, প্রণববাবুর শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একইরকম। তিনি এখনও গভীর কোমায় আচ্ছন্ন। শনিবার নয়াদিল্লির সেনা হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থা অপরিবর্তিত। তিনি এখনও গভীর কোমাতেই রয়েছেন। তাঁর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় ক্রিয়া অর্থাৎ রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।