৭৩ দিন পরে দেশে আসছে না মহামারির প্রতিষেধক! স্পষ্ট জানাল সেরাম ইনস্টিটিউট

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা প্রতিষেধক ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ভারতে পাওয়া যাবে আর ৭৩ দিন পর। এমনটাই শোনা যাচ্ছিল সকাল থেকে। এই দাবি একেবারে উড়িয়ে দিল অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার সম্ভাব্য প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

রবিবার দুপুরে এসআইআই-এর তরফ থেকে একটি টুইট করা হয়। ওই টুইটে বলা হয়েছে, “আমরা স্পষ্ট করে দিতে চাই যে ‘কোভিশিল্ড’ নিয়ে সংবাদমাধ্যমে যে দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিমূলক। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। আমরা সেটির প্রাপ্যতার বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেব। আপাতত সরকার শুধুমাত্র আমাদের উৎপাদন করা এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য মজুত করার অনুমতি দিয়েছে। ট্রায়াল সফল হলে এবং যাবতীয় প্রয়োজনীয় অনুমোদন পেলে ‘কোভিশিল্ড’ বাজারে ছাড়া হবে।”

Previous articleক্রলির ব্যাটিং দাপটে মুগ্ধ সৌরভ
Next articleমহরম’-এর প্রার্থনাও বাড়িতে বসেই করার ডাক মুসলিম ধর্মগুরুদের