ক্রলির ব্যাটিং দাপটে মুগ্ধ সৌরভ

পরিবর্ত ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছিলেন জ্যাক ক্রলি।পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ফের তিনি স্বমহিমায় । প্রথম ইনিংসে তাঁর ব্যাটিংয়ের দাপট দেখে মুগ্ধ বিশ্বের ক্রিকেটেপ্রমীরা।
বেন স্টোকসের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পেয়েছিলেন তিনি । অধিনায়কের আস্থা বাড়িয়ে হাফসেঞ্চুরি করেছিলেন। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৭ রান করেছেন ২২ বছর বয়সি ব্যাটসম্যান।  ক্রলির ব্যাটিং দাপট মুগ্ধ করেছে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তাঁর টুইট, ‘‘ব্যাটিং অর্ডারের আদর্শ তিন নম্বর পেয়ে গিয়েছে ইংল্যান্ড। দেখে মনে হল খুব ভাল ক্রিকেটার। সব ফর্ম্যাটে ওকে দেখার জন্য মুখিয়ে আছি।’’
প্রসঙ্গত, স্পিনারদের বিরুদ্ধে সাবলীল হওয়ার জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন তিনি । সেটা যে তার উপকারে লেগেছে তা তার ব্যাটিং প্রতিফলনেই স্পষ্ট । প্রথম দিনের শেষে খোদ ক্রলি বলেছেন, ‘‘ভারতে গিয়ে স্পিন খেলার পাঠ নিয়ে আমি উপকৃত। নিজের ব্যাটিংয়ে উন্নতি লক্ষ্য করেছি।’’

Previous articleআন্তর্জাতিক স্তরে ধাক্কা, ইরান বিরোধী নিষেধাজ্ঞায় এক ঘরে ট্রাম্প
Next article৭৩ দিন পরে দেশে আসছে না মহামারির প্রতিষেধক! স্পষ্ট জানাল সেরাম ইনস্টিটিউট