ভোটের বাদ্যি বাজিয়ে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে নামছে নির্বাচন কমিশন

ঘর গোছানোর কাজ শুরু করে দিলো ভারতের নির্বাচন কমিশন৷ কমিশন বাংলায় ঠিক সময়েই ভোট সেরে ফেলতে চাইছে৷

আগামী ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

এক বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়ার কাজ চলবে। গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ১৫২ জন। এবার নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে ভোটার সংখ্যা৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কারও মৃত্যু হলে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। কোনও ভোটারের নামের বানান বা ঠিকানা পরিবর্তনের জন্য পূরণ করতে হবে ৮ নং ফর্ম।
কমিশন একইসঙ্গে জানিয়েছে, করোনা- প্রোটোকল মেনেই খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া চালানো হবে৷
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রাথমিক কাজগুলি শেষ করে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নাম সংযোজনের প্রক্রিয়া নাও হতে পারে। প্রতি রবিবার বুথে বুথে বিএলও, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা থাকবেন। সেখানেই গোটা প্রক্রিয়া চলবে। ২০২১-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Previous articleরাজ্যে করোনার দাপট অব্যাহত, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ৩,২৭৪ জন
Next articleবিহারের ভোটে জোটের নেতা নীতীশই, স্পষ্ট জানালেন বিজেপি সভাপতি নাড্ডা