আমার বিজেপি-যোগ প্রমাণ করতে পারলে ইস্তফা দেব, রাহুলকে পাল্টা তোপ আজাদের

রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেছেন, কেউ যদি প্রমাণ করতে পারে তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ আছে, তাহলে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেবেন। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শীর্ষস্থানীয় কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর বক্তব্য, যাঁরা হাইকম্যান্ডের কাজে অসন্তোষ জানিয়ে এই সময়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন, তাঁরা গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। তার পরেই রাহুলের বিরুদ্ধে টুইট করেন চিঠির অন্যতম স্বাক্ষরকারী কপিল সিব্বল। এরপর জানা যায়, প্রতিবাদ করেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবীণ নেতা গুলাম নবি আজাদও।

যদিও এই খবর সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, রাহুল ওরকম মন্তব্য করতেই পারেন না। নিজেদের মধ্যে লড়াই না করে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে স্বৈরতান্ত্রিক মোদি সরকারের বিরুদ্ধে লড়তে হবে। এরপরই দেখা যায়, আগের মন্তব্য থেকে সরে ইউ-টার্ন করেন কপিল সিব্বলও। আগের টুইট মুছে বলেন, তিনি ভুল বুঝেছিলেন। রাহুল ওকথা বলতে চাননি।

Previous articleমেরু অঞ্চলে পার্মাফ্রস্ট গলে বেরিয়ে আসছে পুরনো ভাইরাস! আশঙ্কা বিজ্ঞানীদের
Next articleএমন প্রাণী দেখেছেন? ২৫টি গরুর রক্ত অনায়াসে সাবাড় করতে পারে!