করোনা-আক্রান্ত গাড়ির চালক, আজ পরীক্ষা হতে পারে দিলীপ ঘোষের

ফাইল চিত্র

করোনায় আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির চালক এবং ৩ নিরাপত্তা রক্ষী৷ এই কারনে আজ দিলীপ বাবু তাঁর পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। আজ, সোমবার দিলীপবাবুর করোনা-পরীক্ষাও হতে পারে৷ দলীয়সূত্রে এমনই খবর৷ চিকিৎসকদের পরামর্শে বিজেপি নেতা আপাতত বাড়িতেই থাকবেন। জানা গিয়েছে, তাঁর বাড়ির এক পরিচারক এবং তিনজন নিরাপত্তা রক্ষীরও জ্বর হয়েছে।