Thursday, November 6, 2025

পাশের বেডেই মৃত্যু করোনা রোগীর, আতঙ্কে হাসপাতাল থেকে চম্পট দিলেন বৃদ্ধ !  

Date:

পাশের বেডে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত রোগীর। জানতে পেরেই হাসপাতাল থেকে পালালেন বৃদ্ধ ! আরজিকর হাসপাতালে ঘটল এমনই ঘটনা।

ঘটনাটি ঠিক কী?

জানা গিয়েছে, দমদম এয়ারপোর্ট এলাকার বাসিন্দা বছর ৭৫-এর ওই বৃদ্ধের নাম শিবপ্রসাদ সাউ। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। ১৯ আগস্ট পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে যান আরজিকর হাসপাতালে। নিয়ম মেনে প্রথমে তাঁকে রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট নেগেটিভ আসে। এরপরই তাঁকে হাসপাতালের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপর ২১ তারিখ বাবাকে দেখতে হাসপাতালে যান বৃদ্ধের ছেলে। ওই সময় হাসপাতালের এক ওয়ার্ড বয় জানান যে, বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি শোনার পরই হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বৃদ্ধের ছেলে। সেই সময় তিনি জানতে পারেন যে, তাঁর বাবা বাড়িতে পৌঁছেছেন।

এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে। কেন এইভাবে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ? ওই বৃদ্ধ জনিয়েছেন, তাঁর পাশের বেডের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়। ফলে আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। সেই কারণেই প্রাণ বাঁচাতে পালিয়ে যান তিনি। বিষয়টি হাসপাতালে নজরে পড়ল না কেন? আরজিকর হাসপাতালের তরফে জানানো হয়েছে , ওই ওয়ার্ডে একাধিক নিরাপত্তারক্ষী আছেন। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version