Wednesday, November 5, 2025

মহামারির কোপ পড়েছে শিক্ষার উপরেও। এই অবস্থায় কী হবে ভবিষ্যৎ তা নিয়ে চিন্তায় রাজ্য। কবে শিক্ষাঙ্গনের পঠনপাঠন শুরু হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা মিলছে না। এই অবস্থায় বৈঠকে বসলেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে শিক্ষাবর্ষ পিছনো নিয়ে আলোচনা শুরু করেছেন আধিকারিকরা।

আগেই সিলেবাস কমানো নিয়ে একপ্রস্থ আলোচনা করেছিল রাজ্য। এর পাশাপাশি এবার শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া নিয়ে আলোচনা শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। কারণ সিলেবাস কমিটির মতে, সিলেবাস কমানো হলে আসলে ছাত্র-ছাত্রীদের সমস্যায় পড়তে হবে। পরবর্তী ক্লাস বা উচ্চশিক্ষায় গিয়ে সমস্যায় পড়বেন তাঁরা। একইসঙ্গে নজর দেওয়া হচ্ছে কত দিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। গরমের ছুটি বাদ দিয়ে স্কুল ৪ মাস বন্ধ রয়েছে। শিক্ষাবর্ষের অধিকাংশ সময় স্কুল বন্ধ থাকায় শুধুমাত্র সিলেবাস কমিয়ে লাভ হবে না বলেই মনে করছে শিক্ষা দফতরের আধিকারিকরা। যত মাস স্কুল বন্ধ থাকছে, তত মাস শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া হতে পারে বলে খবর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এই বিষয়ে মতামত নেওয়া হবে শিক্ষাবিদদের।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” সিদ্ধান্ত নেওয়া হলে জানা যাবে।” শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। গোটা বিষয়টি আলোচনার পর্যায় আছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।

Related articles

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...
Exit mobile version