Monday, August 25, 2025

পাশের বেডেই মৃত্যু করোনা রোগীর, আতঙ্কে হাসপাতাল থেকে চম্পট দিলেন বৃদ্ধ !  

Date:

পাশের বেডে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত রোগীর। জানতে পেরেই হাসপাতাল থেকে পালালেন বৃদ্ধ ! আরজিকর হাসপাতালে ঘটল এমনই ঘটনা।

ঘটনাটি ঠিক কী?

জানা গিয়েছে, দমদম এয়ারপোর্ট এলাকার বাসিন্দা বছর ৭৫-এর ওই বৃদ্ধের নাম শিবপ্রসাদ সাউ। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। ১৯ আগস্ট পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে যান আরজিকর হাসপাতালে। নিয়ম মেনে প্রথমে তাঁকে রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট নেগেটিভ আসে। এরপরই তাঁকে হাসপাতালের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপর ২১ তারিখ বাবাকে দেখতে হাসপাতালে যান বৃদ্ধের ছেলে। ওই সময় হাসপাতালের এক ওয়ার্ড বয় জানান যে, বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি শোনার পরই হাসপাতালের আউটপোস্টে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন বৃদ্ধের ছেলে। সেই সময় তিনি জানতে পারেন যে, তাঁর বাবা বাড়িতে পৌঁছেছেন।

এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে। কেন এইভাবে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন বৃদ্ধ? ওই বৃদ্ধ জনিয়েছেন, তাঁর পাশের বেডের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়। ফলে আতঙ্ক গ্রাস করেছিল তাঁকে। সেই কারণেই প্রাণ বাঁচাতে পালিয়ে যান তিনি। বিষয়টি হাসপাতালে নজরে পড়ল না কেন? আরজিকর হাসপাতালের তরফে জানানো হয়েছে , ওই ওয়ার্ডে একাধিক নিরাপত্তারক্ষী আছেন। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version