পুলওয়ামা-কাণ্ডের চার্জশিট দিল এনআইএ

পুলওয়ামার জঙ্গি হানার তদন্তে মঙ্গলবার চার্জশিট পেশ করল এনআইএ। গত বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। পাকিস্তানের প্রত্যক্ষ মদতে সেখানকার সন্ত্রাসবাদী গোষ্ঠীই এই জঙ্গি আক্রমণের প্রধান কুশীলব। পাক মদতপুষ্ট জঙ্গিদের দায়ী করে এদিন জম্মুর স্পেশাল কোর্টে প্রায় পাঁচ হাজার পাতার চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। চার্জশিটে মূল অভিযুক্ত পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজাহার সহ মোট ১৯ জন। এই ঘটনার মূল চক্রী হিসাবে চার্জশিটে মাসুদ আজাহার ছাড়াও নাম আছে সাতজন পাকিস্তানি নাগরিকের।

Previous articleBig Breaking: জয়েন্ট, নিট স্থগিতের দাবিতে মোদিকে ফের চিঠি মমতার
Next articleশাহরুখ, জয় ও জুহির পূর্ণ সমর্থন ছাড়া সৌরভকে বাদ দিতে পারতাম? বিস্ফোরক দলের সিইও