Friday, November 14, 2025

ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু স্বামীর, পুত্রকে খুন করে আত্মঘাতী মহিলা

Date:

ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর। সোমবার শেষকৃত্য হয়েছে উলুবেড়িয়ার বাসিন্দা ওই ব্যক্তির। এরপরই বিশেষভাবে সক্ষম পুত্রকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হলেন মা।

হাওড়ার রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুর চৌধুরী পাড়ায় বাসিন্দা দেবনাথ দে। জানা গিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শনিবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই দিনই মৃত্যু হয় তাঁর। নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মাসে। স্বাস্থ্যবিধি মেনে শিবপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম অনুশ্রী দে ও তাঁর ছেলের নাম প্রীতম দে। প্রীতম মূক ও বধির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই এই কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা। বিকেলে ওই মহিলার আত্মীয়রা বাড়িতে খাবার দিতে যান। কিন্তু সাড়াশব্দ না পেয়ে টালি ভেঙে ঢোকেন তাঁরা। তারপরই মা ও ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ।

যদিও কী কারণে এই পথ বেছে নিলেন মহিলা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর অকাল মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। এই মৃত্যু মানসিকভাবে আঘাত করেছিল তাঁকে। আর তা থেকেই এই পরিণতি। সোমবার সন্ধে নাগাদ রাজাপুর থানার পুলিশ মৃতদেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version