চালু কলকাতার সঙ্গে ৬ শহরের বিমান পরিষেবা

অতিমারির কারণে ৬ টি শহরের সঙ্গে কলকাতায় বিমান চলাচল বন্ধ ছিল। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে বিমান যোগাযোগ বন্ধ হওয়া ৬ টি শহরের সঙ্গে বিমান চলাচলের কথা ঘোষণা করলেন।

নবান্নের ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, দিল্লি, মুম্বই, চেন্নাই- সহ যে ছ’টি শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ ছিল সেই শহরগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩ দিন করে উড়ান চালাতে পারবে বিমানসংস্থাগুলি।

দেশের মধ্যে ৬টি বড় শহরে ভাইরাসের প্রকোপ বেশি থাকার কারণে রাজ্য সরকার সেই শহরগুলির সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ চালু করতে রাজি হয়নি। এই ছ’টি শহর হলো দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও অহমদাবাদ।

তবে রাজ্য সরকার ওই ছ’টি শহর থেকে বিমান কলকাতায় আসতে না দেওয়া হলেও কলকাতা থেকে যাওয়ার ব্যবস্থা চালু করে দিয়েছে। অর্থাৎ দিল্লি, মুম্বই বা চেন্নাই থেকে বিমানে কলকাতায় আসা না গেলেও কলকাতা থেকে বিমানে ওই ৬টি শহরে যাওয়া যাচ্ছে। সেপ্টেম্বর থেকে আসার ব্যবস্থাও চালু হয়ে যাচ্ছে।

Previous articleকরোনা বিধি মেনে সেপ্টেম্বর থেকে লোকাল ট্রেন চললে আপত্তি নেই: জানালেন মুখ্যমন্ত্রী
Next articleবাংলায় করোনা আক্রান্ত দেড় লক্ষ ছুঁইছুঁই, মৃত্যু ৩ হাজারের দোরগোড়ায়