নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা যা বললেন

  • কোনও রাজ্য ক্ষতিপূরণের টাকা পায়নি বলে অভিযোগ মমতার।
  • আমরা ভিক্ষা চাইনা আমাদের বকেয়া টাকা কেন দিচ্ছে না কেন্দ্র?
  • এখনও জিএসটির টাকা দেয়নি কেন্দ্র।
  • তিন চার মাস ধরে ক্ষতিপূরণ বাবদ টাকা দিচ্ছেনা কেন্দ্র।
  • বাংলায় সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে।
  • ফান্ডের টাকা ভাগ করে দিক কেন্দ্র।
  • করোনার জন্য প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচ।
  •  কত টাকা দিয়েছেন কেউ কেউ আবার প্রশ্ন করছে?
  • জগৎবল্লভপুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সাহায্য রাজ্যের।
  • ৭ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউন
  • ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল কলেজ।
  • ৭, ১১, ১২ সেপ্টেম্বর পূর্ণ লকডাউন রাজ্যে।
  • সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে কোনও আপত্তি নেই রাজ্যের।
  •  এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ কথা বলতে পারে আমাদের সঙ্গে।
  • হটস্পট শহর থেকে সপ্তাহে তিনদিন উড়ান চললে আপত্তি নেই রাজ্যের।
  • লকডাউনের নিয়মবিধি মেনেই মেট্রো চলুক।
  • ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন উড়ান চলুক।
  • মুম্বাই ,দিল্লি, পুণে, আমেদাবাদ ,চেন্নাই, সুরাত থেকে উড়ান চললে আপত্তি নেই।
  • পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না।
  •  নিট,জয়েন্ট নিয়ে নতুন করে ভাবুক কেন্দ্র ।
  • বিধি মেনে লোকাল ট্রেন চললে আপত্তি নেই। সেক্ষেত্রে এক চতুর্থাংশ লোকাল  ট্রেন চলুক।

Previous articleকোচবিহারে বিজেপিকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগ জনপ্রিয় নেতাদের
Next articleআলুর লাগামছাড়া দামবৃদ্ধি, নাভিশ্বাস ক্রেতাদের