Thursday, August 28, 2025

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য দফতরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে ঠাট্টা সুরে শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে “ডাল-ভাতে”-এর রসায়ন দেখেছিলেন তিনি। রসিকতা হলেও ভরা প্রেস কনফারেন্স তা ভালো চোখে নেননি শোভন কিংবা বৈশাখী। সেটাই শেষবার। এরপর থেকে শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যায়নি। যদিও এখনও তাঁরা খাতায়-কলমে বিজেপিতে রয়েছেন। হয়তো বিজেপিতেই থাকবেন।

শোভনকে নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে গেল গেল রব উঠতেই, ফের নড়েচড়ে বসে বিজেপি। সক্রিয় থাক কিংবা নিষ্ক্রিয়, বিজেপি নেতৃত্ব চাইছে না একুশের বিধানসভা নির্বাচনের আগে শোভন দল ছেড়ে নতুন করে নিজের ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে যান। তাই শোভনের মান ভাঙানোর জন্য তাঁর সঙ্গে একপ্রস্থ বৈঠকও করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, রাজ্য বিজেপির প্রভাবশালী গোষ্ঠী শোভনকে কোনওভাবেই দলে মেনে নিতে পারছে না। সম্ভবত সেই ধারণা ভাঙতেই এবার শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্য বিজেপি সভাপতি শোভন প্রসঙ্গে বলেন, “শোভনদা বিজেপিতেই আছেন। খুব তাড়াতাড়ি যোগ দেবেন দলীয় কর্মসূচিতে। ওনার কিছু বক্তব্য ছিল। সেকথা কেন্দ্রীয় নেতাদের বলার ছিল। সেই কথা হয়েছে।”

এখানেই শেষ নয়। শোভনকে নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, “ওনাকে আমি বেহালায় স্কুটারে চড়ে রাজনীতি করতে দেখেছি।”

Related articles

৭ দিনের মধ্যে SSC-কে অযোগ্যদের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School...

RG Kar Case: একবছর পরেও সিবিআই কিচ্ছু করতে পারেনি: অপরাজিত বিলের সমর্থনে গর্জে উঠলেন অভিষেক

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ক্ষুদিরামের বাংলা নাথুরামের হবে না: সমরজিৎ

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি। সেখানে বক্তব্য রেখেছেন TMCP নেতা সমরজিত...

বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day) ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আতাউল হক বলেন, শুধু কলেজ গেটে...
Exit mobile version