সুশান্ত কাণ্ডে মাদক যোগ, রিয়ার বিরুদ্ধে মামলা এনসিবির

সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি। অভিনেত্রীর বিরুদ্ধে শুধু ড্রাগ সেবন বা ড্রাগ পাচার নয়, ব্যবসায়িক স্বার্থে ড্রাগের আদান-প্রদানের অভিযোগ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই ড্রাগ যোগে জড়িত সন্দেহে গৌরব আর্যর খোঁজ শুরু করা হয়েছে।

রিয়ার মাদক যোগ সংক্রান্ত চিঠি পেয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় যোগ দেয় এনসিবি। ইডির চিঠিতে উল্লিখিত বাকিদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে সংস্থা। জানা গিয়েছে, গৌরবের সঙ্গে মাদক নিয়ে একাধিকবার কথা বলেছেন রিয়া। সূত্রের খবর, গৌরবের ফোন বন্ধ। তাঁর ফোনের শেষ লোকেশন দেখাচ্ছে গোয়ার অঞ্জুনা বিচে। হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত গৌরব। ইতিমধ্যেই তাঁর হোটেলে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ১৯৮৫ -র নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ২০,২২,২৭,২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে সর্বনিম্ন ১০ বছরের কারাবাস হতে পারে রিয়া চক্রবর্তী ও তাঁর সঙ্গীদের।

Previous articleঅসহায় বৃদ্ধ দম্পতির সারা জীবনের ওষুধের দায়িত্ব নিলেন সাংসদ-অভিনেতা দেব
Next articleসরছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে জারি সতর্কতা