সুস্থ হয়ে বাড়ি ফিরছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা কাটিয়ে ওঠার পর ফের হাসপাতালে ভর্তি হন তিনি। à§§à§® অগাস্ট দিল্লির এইমসে ভর্তি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, “আগের থেকে অনেকটাই ভালো আছেন অমিত শাহ। অতি শীঘ্রই বাড়ি ফিরবেন তিনি।”

প্রসঙ্গত, ভাইরাস মুক্ত হয়ে ১৪ অগাস্ট বাড়ি ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন তিনি। চেস্ট স্পেশালিস্ট রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসা চলে তাঁর। হাসপাতাল থেকেই দফতরের সব কাজ করবেন জানান অমিত শাহ।