Tuesday, November 4, 2025

বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগের দাবি: মুখ্যমন্ত্রীকে ইমেল জাতীয় বাংলা সম্মেলনের

Date:

রবীন্দ্রনাথ ঠাকুর ‘বহিরাগত’। বিশ্বভারতীর উপাচার্যের এই মন্তব্য ঘিরে চলছে তুমুল বিতর্ক। ওই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হল জাতীয় বাংলা সম্মেলন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণের দাবি তোলেন সংগঠনের সদস্যরা। তা নিয়ে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাকে একটি ইমেলও করেন তাঁরা।

ইতিমধ্যেই, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে  দিয়েছেন বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের একাংশ। প্রতিবাদ জানিয়েছে জাতীয় বাংলা সম্মেলনও।  উপাচার্যের এই মন্তব্য বাংলার সংস্কৃতিকে আঘাত করে । তাই এর বিরুদ্ধে দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণ ইমেল পাঠানো হয়।

বিষয়টি নিয়ে জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বহিরাগত’ হিসেবে অভিহিত করায় সমগ্র দেশের বাঙালিদের ভাবাবেগে আঘাত লেগেছে। শুধু তাই নয়, বিদ্যুৎবাবু শান্তিনিকেতনে বসবাসকারী বাঙালিদের নিয়েও কুরুচিকর মন্তব্য করেছেন।” তিনি আরও বলেন,  “এই বিষয়টি নিয়ে আগামিদিনে শান্তিনিকেতনে গিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি আমরা।”

প্রসঙ্গত , গত ১৭ অগস্ট পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে ভাঙচুর চালানো হয়।  তারপরই উপাচার্যের একের পর এক মন্তব্যে সৃষ্টি হয় বিতর্ক।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version