রাস্তার মাঝে আচমকা বিকট শব্দে চলন্ত মারুতি গাড়িতে বিস্ফোরণ। এরপর আগুনে ভস্মীভূত সেই গাড়ি। ঘটনাটি ঘটে আজ, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার সুপার স্পেশ্যালিটি হসপিটাল রোডে। যাত্রী বোঝাই গাড়িটি গাড়িটি পটাশপুর থেকে এগরার দিকেই যাচ্ছিল। গাড়িটির গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। গ্যাসে চলা ওই গাড়ির মধ্যে অতিরিক্ত একটি সিলিন্ডার ছিল। সেটি ফেটেই আগুন লাগে। চালক-সহ যাত্রীরা সময়মতো বেরিয়ে যাওয়ায় অবশ্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়।

যা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায় এগরায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির জন্য বেশকিছু সময় ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে মানুষ ভিড় জমান বিষয়টি দেখার জন্য। আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

