এবার চাকরি খোয়ানোর সম্ভাবনা ৫০ ঊর্ধ্বে পুলিশকর্মীদের! জারি বিজ্ঞপ্তি

সরকারি কর্মচারীদের উপর এবার নজর রাখবে নীতীশ কুমারের রাজ্য বিহার। ফাঁকি দিলেই চাকরি খোয়াতে পারেন সরকারি কর্মীরা। বিহার পুলিশের উপর এই নিয়ম চালু হচ্ছে। ৫০ বছরের বেশি বয়সী কর্মীদের উপর নজর রাখা হবে। কোনও পুলিশকর্মী কাজ ফাঁকি দিচ্ছেন, এমন তথ্য সামনে এলে চাকরি চলে যেতে পারে।

রাজ্য পুলিশের হেড কোয়ার্টার বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, ৫০ বছরের বেশি বয়সী পুলিশকর্মীদের কাজের উপর বিশেষ নজরদারি চালানো হবে। গাফিলতি দেখা গেলে স্বেচ্ছাবসরে পাঠানো হবে। প্রতিটি জেলায় একটি করে কমিটি পাঠানো হয়েছে। প্রতিমাসের ৯ তারিখ রিপোর্ট দেবে ওই কমিটি। যেখানে লেখা থাকবে কোন পুলিশকর্মী ফাঁকি দিয়েছেন। প্রতিটি থানার অফিসার ইনচার্জকে এমন পুলিশকর্মীদের নামের তালিকা সংশ্লিষ্ট কমিটিকে দিতে বলা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিহার পুলিস অ্যাসোসিয়েশন। তুঘলকি সিদ্ধান্ত বলে বর্ণনা করেছে তারা। এই পদ্ধতিতে পঞ্চাশোর্ধ পুলিশকর্মীদের ছাঁটাই করতে চাইছে। এভাবে চাকরি থেকে সরানো হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর আর্থিক পরিস্থিতির উপর প্রভাব পড়বে।

আরও পড়ুন- রাজ্যে ৩৫৬ ধারা জারি করে ভোট চান কৈলাশ, দলেই বিরোধিতা

Previous articleরাজ্যে ৩৫৬ ধারা জারি করে ভোট চান কৈলাশ, দলেই বিরোধিতা
Next articleউপাচার্যরা শাসক দলের গৃহভৃত্য! সায়ন্তনের কথায় তীব্র প্রতিক্রিয়া