Thursday, November 13, 2025

পেটানো শরীর, নিখুঁত মাথা ও মসৃণ সোনারঙের দেহ। ভেড়ার এমন একটি শাবকের দাম ৪ কোটি ১৬ লাখেরও বেশি। আর হবেই বা না কেন ভেড়াটির নামও যে ডাবল ডায়মন্ড! কয়েক মিনিটের মধ্যেই ছয় মাস বয়সী শাবকটির দাম এর আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
ডাবল ডায়মন্ড’ এর জন্য এত বিপুল পরিমান অর্থ পাওয়া যাবে, তা কল্পনাও করতে পারেননি নিলামে ভেড়াটিকে বিক্রির জন্য নিয়ে আসা চার্লি বোডেন ও তাঁর পরিবারের সদস্যরা। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। কিন্তু নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে ‘ডাবল ডায়মন্ড’কে কেনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। চড়চড় করে বাড়তে তাকে দাম। শেষ পর্যম্ত ৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে ‘ডাবল ডায়মন্ড’কে কিনে নেয় প্রটেক্টার্স ফার্ম।বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া ‘ডাবল ডায়মন্ড’। নিখুঁত পা, উজ্জ্বল গায়ের রং আর উপরের অংশ ভেলভেটের মতো মসৃণ ও চমৎকার।’
তবে প্রশ্ন উঠেছে কেন এত দাম পেল ভেড়াটি।
মনে করা হচ্ছে এর কারণ হল শাবকটির অন্ডকোষের সাইজ ও তার প্রজনন ক্ষমতা। ভারী পেশীবহুল ভেড়াটি জিনগতভাবে নিখুঁত।
এই শাবকটি টেক্সেল প্রজাতির । টেক্সেল হলো উচ্চ চাহিদাসম্পন্ন একটি ভোড়ার প্রজাতি, যা নেদারল্যান্ডের উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপ টেক্সেল থেকে আসে।
ডাবল ডায়মন্ড সেরা জেনেটিক্সের অসামান্য এক প্রাণী। রেকর্ড ভাঙা এই ভেড়ার শাবকটি ছিল ইংল্যান্ডের চেশায়ারের চার্লি বোডেন পরিবারের। ডাবল ডায়মন্ড বিক্রির আগে নিলামে বিক্রি হওয়া ভেড়ার দামের আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালে, ২ লাখ ৩০ হাজার ডলার।আইকেন বলেছেন, তাকে আর সবার থেকে আলাদা করে বিশেষভাবে বড় করে তোলা হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শুক্রাণু কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করা হবে। আইকেন আর তার স্ত্রী ল্যাঙ্কাশায়ারের ফার্মে টেক্সেল প্রজনন করেন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version