Saturday, November 15, 2025

পেটানো শরীর, নিখুঁত মাথা ও মসৃণ সোনারঙের দেহ। ভেড়ার এমন একটি শাবকের দাম ৪ কোটি ১৬ লাখেরও বেশি। আর হবেই বা না কেন ভেড়াটির নামও যে ডাবল ডায়মন্ড! কয়েক মিনিটের মধ্যেই ছয় মাস বয়সী শাবকটির দাম এর আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
ডাবল ডায়মন্ড’ এর জন্য এত বিপুল পরিমান অর্থ পাওয়া যাবে, তা কল্পনাও করতে পারেননি নিলামে ভেড়াটিকে বিক্রির জন্য নিয়ে আসা চার্লি বোডেন ও তাঁর পরিবারের সদস্যরা। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। কিন্তু নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে ‘ডাবল ডায়মন্ড’কে কেনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। চড়চড় করে বাড়তে তাকে দাম। শেষ পর্যম্ত ৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে ‘ডাবল ডায়মন্ড’কে কিনে নেয় প্রটেক্টার্স ফার্ম।বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া ‘ডাবল ডায়মন্ড’। নিখুঁত পা, উজ্জ্বল গায়ের রং আর উপরের অংশ ভেলভেটের মতো মসৃণ ও চমৎকার।’
তবে প্রশ্ন উঠেছে কেন এত দাম পেল ভেড়াটি।
মনে করা হচ্ছে এর কারণ হল শাবকটির অন্ডকোষের সাইজ ও তার প্রজনন ক্ষমতা। ভারী পেশীবহুল ভেড়াটি জিনগতভাবে নিখুঁত।
এই শাবকটি টেক্সেল প্রজাতির । টেক্সেল হলো উচ্চ চাহিদাসম্পন্ন একটি ভোড়ার প্রজাতি, যা নেদারল্যান্ডের উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপ টেক্সেল থেকে আসে।
ডাবল ডায়মন্ড সেরা জেনেটিক্সের অসামান্য এক প্রাণী। রেকর্ড ভাঙা এই ভেড়ার শাবকটি ছিল ইংল্যান্ডের চেশায়ারের চার্লি বোডেন পরিবারের। ডাবল ডায়মন্ড বিক্রির আগে নিলামে বিক্রি হওয়া ভেড়ার দামের আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালে, ২ লাখ ৩০ হাজার ডলার।আইকেন বলেছেন, তাকে আর সবার থেকে আলাদা করে বিশেষভাবে বড় করে তোলা হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শুক্রাণু কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করা হবে। আইকেন আর তার স্ত্রী ল্যাঙ্কাশায়ারের ফার্মে টেক্সেল প্রজনন করেন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version