গভীর রাতে ডালহৌসিতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান-অফিস

প্রতীকী ছবি

রাতের শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার গভীর রাতে ডালহৌসি চত্বরের একটি বাড়িতে আগুন লেগে যায়। যার জেরে আশেপাশে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান ও অফিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ ৫৩, নেতাজি সুভাষ রোডের চারতলা বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। ওই পুরোনো বাড়িটিতে সবমিলিয়ে প্রায় ৪০টি অফিস ও দোকান ছিল।

এলাকার বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ারস্ট্রিট থানার পুলিশ। চলে আসে দমকলের ৫টি ইঞ্জিনও। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই।