Friday, November 14, 2025

কিসের ইঙ্গিত? ইউটিউবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’ বাঁধভাঙ্গা ডিসলাইক

Date:

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা দেখলেই দেশের প্রধানমন্ত্রী কতখানি জনপ্রিয় তা বেশ মালুম হয়৷ কিন্তু এবার কি উল্টে গেলো ছবিটা৷ ‘জনপ্রিয়’ নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এ এবার কেন ডিসলাইকের জোয়ার? মোদির রবিবারের ‘মন কি বাত’-এ লাইক যেখানে 17K, সেখানে ডিসলাইক কেন 1.9 lakh?

মোদির ‘মন কি বাত’ তো জনপ্রিয় অনুষ্ঠান, অথচ রবিবার সেই ‘মন কি বাত’-ই আচমকা অন্য বার্তা দিলো৷ এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে অনেক সাধারণ মানুষও।

দেশজুড়ে যখন JEE-NEET পরীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে, তখন ‘মন কি বাত’-এ এই প্রসঙ্গে একটি কথাও না বলে প্রধানমন্ত্রী এদিন NEET-JEE নিয়ে নীরব থেকে জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়ার কথা বলেছেন। বলেছেন, “খেলনা আর খেলার মাধ্যমেই শিশুদের পড়াশুনোয় আরও আগ্রহী করে তুলতে হবে। শুধু এই কারণেই জাতীয় শিক্ষানীতিতে খেলার উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে৷” মোদির এই মনোভাবে তীব্র কটাক্ষ করেছেন রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা। তবে শুধু বিরোধীরা নয়, মোদির এই ‘মন কি বাত’ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষও।

এদিন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর আগেই সোশ্যাল মিডিয়ায় #Mann_Ki_Nahi_Student_Ki_Baat ট্রেন্ডিং হয়৷
মূলত JEE-NEET নিয়ে কেন্দ্রের মনোভাবের প্রতিবাদেই এই ট্রেন্ডিং। এদিন দেখা যায় ইউটিউবে প্রধানমন্ত্রীর পুরনো বেশ কিছু ‘মন কি বাত’-এর ভিডিয়োতে লাইকের থেকে ডিসলাইকের সংখ্যা অনেক বেশি। আর এদিন বিজেপি মোদির যে ‘মন কি বাত’-এর পোস্ট করে ইউটিউবে চ্যানেলে শেয়ার করে, তাতে রীতিমতো ডিসলাইকের বন্যা।

রবিবার রাত ১২টা পর্যন্ত বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শেয়ার করা ‘মন কি বাত’-এ লাইক করেছেন ১৭ হাজার ( 17K) মানুষ, আর ডিসলাইক অর্থাৎ অপছন্দ করেছেন ১.৯ লক্ষ ( 1.9 lakh) মানুষ। যা বিজেপির কপালের ভাঁজ বাড়াতে যথেষ্ট। রাজনৈতিক মহল বলছে, JEE-NEET পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে দেশের বহু পড়ুয়াই অসন্তুষ্ট। এদিনের ‘মন কি বাত’-এ ডিসলাইকের বন্যা পরীক্ষার্থীদেরই সেই ক্ষোভই প্রকাশ্যে এসেছে৷

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিনও সরাসরি আক্রমণ করেছেন রাহুল গান্ধী। ট্যুইটে তিনি বলেছেন, করোনা আবহে NEET ও JEE নিয়ে প্রবল সংকটের মুখে পড়ে ছাত্রছাত্রীরা চেয়েছিলেন, মোদি ‘পরীক্ষা পে চর্চা’ করুন। কিন্তু তিনি করলেন ‘খিলৌনে পে চর্চা’।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version