Saturday, May 17, 2025

বাবার উৎসাহ ও অনুপ্রেরণাতেই ব্যাডমিন্টনে হাতেখড়ি, ইনস্টাগ্রাম লাইভে অকপট পি ভি সিন্ধু

Date:

Share post:

বাবাই ছিলেন অনুপ্রেরণা, তার পরামর্শেই খুব অল্প বয়সে ব্যাডমিন্টনে হাতেখড়ি হয়েছিল ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন তারকা পিভি সিন্ধুর ।লকডাউনের আবহে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্নের উত্তরে তাঁর স্পষ্ট জবাব, বাবার অনুপ্রেরণাতেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি।
সম্প্রতি ইনস্ট্রাগাম লাইভে অকপট সিন্ধু নানান প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যক্ত করেছেন তার মনের কথা । এক ভক্তের প্রশ্নের উত্তরে সিন্ধু জানিয়েছেন, ‍‘‍‘বাবা আমাকে প্রথম খেলতে উৎসাহ দেন। প্রথম প্রেরণা ওঁর কাছ থেকেই পাওয়া। যখন আমি ব্যাডমিন্টন খেলা শুরু করি, তখন উনি কখনও কোনও প্রশ্ন করেননি।’’
এক সময় তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন । আর আজ ব্যাডমিন্টন তার ধ্যান, জ্ঞান, পেশা।
করোনা অতিমারীর কারণে লকডাউনে কী ভাবে সময় কাটছে তাঁর? এই প্রশ্নের উত্তরে তারকার স্পষ্ট জবাব, বাড়ির পরিবারের মানুষদের সঙ্গে এই সময়টা বেশ ভালোই উপভোগ করছি। কারণ, সারা বছর খেলার সুবাদে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয়। তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় সে ভাবে পাওয়া যায় না। কিন্তু করোনার আবহে লকডাউন সেই সময় দিয়েছে। এই সময়টাকে তাই চুটিয়ে উপভোগ করছি।
সিন্ধু আরও বলেছেন, “হাতে এখন প্রচুর সময়। তাই নতুন করে ছবি আঁকছি। আগে ব্যস্ততার কারণে কিছুই করতে পারতাম না। এখন অনেক ধরনের পদ তৈরি করা শিখেছি। কেক তৈরি করতে পারতাম না। সেটাও ওই লকডাউনে শিখে ফেলেছি। এই কাজগুলো করেই দিন কাটছে। তবে মানসিকভাবে নিজেকে সব সময় চাঙ্গা রাখা দরকার। আমি সেই কাজও করছি।”
সম্প্রতি পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছিলেন । কিন্তু অ্যাকাডেমিতেও করোনা পিছু ছাড়ে নি। একজন খেলোয়াড় আক্রান্ত হওয়ায় সেই অনুশীলনও সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ব্যাডমিন্টন-কন্যার পরামর্শ, সব ধরনের খেলার ক্ষেত্রেই আগামী দিনে দর্শকহীন পরিস্থিতিতে খেলার জন্য মানসিকভাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...