কেন বারবার চিনের অনুপ্রবেশের চেষ্টা? বিশেষজ্ঞরা কী বলছেন?

কেন প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আসার চেষ্টা চিনের? প্রাক্তন সেনা কর্তারা বলছেন, নানাবিধ কারণ রয়েছে এই ইচ্ছাকৃত উলঙ্ঘনের মধ্যে। কী সেই কারণ?

১. লাদাখের প্যাংগং এলাকায় পরিকাঠামোর উন্নতি করছে ভারত। রাস্তা, ব্রিজ তৈরি হচ্ছে। টেনশন বাড়ছে।

২. লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে এয়ার বেস আর সেনা মোতায়েন করেছে বেজিং। এটাকে ভারত লঘুভাবে না নিয়ে পাল্টা চিন সাগরে সেনা রণতরী মোতায়েন করেছে। এতে ক্ষেপেছে বেজিং। অনুপ্রবেশ করে চাপে রাখতেই এই পদক্ষেপ।

৩. ইতিমধ্যে ভারতীয় সীমান্তের গায়ে বোফর্স কামান, এফ-১৬ তৈরি রয়েছে। এসব চিনের চিন্তার কারণ।

৪. আলোচনায় সমাধান চায় না চিন। সমাধান করতে হলে আন্তর্জাতিক রীতি মেনে তাদের চলতে হবে। সেই আলোচনা যাতে অনুপ্রবেশেই আটকে থাকে, তারজন্য বারবার অনুপ্রবেশ।

আরও পড়ুন : ফের বজ্জাতি চিনের, শান্তি আলোচনার মাঝেই লাদাখ সীমান্ত পেরনোর চেষ্টা লাল ফৌজের

Previous articleকর্তব্যরত বিএসএফ কর্মীর অস্বাভাবিক মৃত্যু, সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা!
Next articleআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ৫০ নতুন গ্রহের সন্ধান!