Monday, November 10, 2025

নিঁখোজ বৃদ্ধকে ঘরে ফেরালেন মিমি! এমন বাস্তব কাহিনী সিনেমাকেও হার মানাবে

Date:

Share post:

ফের মিমি চক্রবর্তীর মানবিক মুখ দেখলো এই বাংলার মানুষ। যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেত্রী মিমির একান্ত চেষ্টায় নিজের হারানো পরিবারকে আবার ফিরে পেলেন এক অসহায় বৃদ্ধ। আর এই ঘটনায় বৃদ্ধের পরিবার সাংসদ-অভিনেত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না। শুরু মিমি নয়, পথচলতি তরুণ-তরুণীর, যাঁরা ওই বৃদ্ধের অসহায়তার পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী পর্যন্ত, তাঁদেরকেই অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবার।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। আরাধনা চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু জয়দীপ সেন শেক্সপিয়ার সারণির একটি বাসস্টপের কাছে দেখেন এক অসুস্থ বৃদ্ধ অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে একটি দোকানের বেঞ্চে পড়ে রয়েছেন। তাঁর এক পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়ে রীতিমতো পোকা ধরে গিয়েছে। ওই বৃদ্ধকে জল দেন তাঁরা। এরপর কী করবেন বুঝে উঠতে না পেরে সমস্ত ঘটনা ফেসবুকে পোস্ট করে আরাধনা সাহায্য প্রার্থনা করেন।

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর নজরে আসে। তৎক্ষণাৎ তিনি নিজে লালবাজারে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। মিমির প্রচেষ্টাতেই গত শনিবার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করা হয় রাস্তার ধারে পড়ে থাকা ওই বৃদ্ধকে। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাড়ির লোক চিনতে পারে ওই বৃদ্ধকে।

এরপর নদিয়া জেলার রানাঘাটের গাঙনাপুর গ্রামের ওই বৃদ্ধের পরিবার মিমির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, বৃদ্ধ তাঁদেরই হারিয়ে যাওয়া কাকা। নাম কুমুদ শীল। লকডাউন চলাকালীন তিনি কলকাতায় এসেছিলেন পেনশন তুলতে । কিন্তু আর তারপরে বাড়ি ফিরতে পারেননি । তারপর প্রায় একমাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ । তাঁর আত্মীয় পরিজনরা অনেক চেষ্টা করেও সন্ধান পাননি তাঁর কুমুদবাবুর। শেষে সংবাদ মাধ্যমে খবর দেখে তাঁকে চিনতে পারে।

এরপর ওই বৃদ্ধের ভাইপো কলকাতায় আসেন এবং সাংসদের টিম ও কলকাতা পুলিশের সহায়তায় কাকার সঙ্গে হাসপাতালে দেখা করেন। অভিনেত্রীকে ভিডিও কলের মাধ্যমে ধন্যবাদজ্ঞাপন করেন তাঁরা। মিমিও কাকার যথাযথ যত্ন নিতে এবং খেয়াল রাখার পরামর্শ দেন ভাইপোকে যাদবপুরের সাংসদ জানান, তাঁদের বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা করে দেবেন তিনি।

বৃদ্ধের নাতি সৌরভ শীলও সোশ্যাল মিডিয়ায় মিমি , তাঁর টিম ও কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি আরাধনা , তাঁর বন্ধু এবং যাঁরা যাঁরা তাঁর দাদুকে উদ্ধার করতে সাহায্য করেছেন , তাঁদের প্রত্যেককে জানিয়েছেন অশেষ আন্তরিক কৃতজ্ঞতা ।

spot_img

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...