Thursday, August 28, 2025

নিঁখোজ বৃদ্ধকে ঘরে ফেরালেন মিমি! এমন বাস্তব কাহিনী সিনেমাকেও হার মানাবে

Date:

ফের মিমি চক্রবর্তীর মানবিক মুখ দেখলো এই বাংলার মানুষ। যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেত্রী মিমির একান্ত চেষ্টায় নিজের হারানো পরিবারকে আবার ফিরে পেলেন এক অসহায় বৃদ্ধ। আর এই ঘটনায় বৃদ্ধের পরিবার সাংসদ-অভিনেত্রীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না। শুরু মিমি নয়, পথচলতি তরুণ-তরুণীর, যাঁরা ওই বৃদ্ধের অসহায়তার পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী পর্যন্ত, তাঁদেরকেই অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবার।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। আরাধনা চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধু জয়দীপ সেন শেক্সপিয়ার সারণির একটি বাসস্টপের কাছে দেখেন এক অসুস্থ বৃদ্ধ অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে একটি দোকানের বেঞ্চে পড়ে রয়েছেন। তাঁর এক পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়ে রীতিমতো পোকা ধরে গিয়েছে। ওই বৃদ্ধকে জল দেন তাঁরা। এরপর কী করবেন বুঝে উঠতে না পেরে সমস্ত ঘটনা ফেসবুকে পোস্ট করে আরাধনা সাহায্য প্রার্থনা করেন।

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর নজরে আসে। তৎক্ষণাৎ তিনি নিজে লালবাজারে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। মিমির প্রচেষ্টাতেই গত শনিবার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তি করা হয় রাস্তার ধারে পড়ে থাকা ওই বৃদ্ধকে। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বাড়ির লোক চিনতে পারে ওই বৃদ্ধকে।

এরপর নদিয়া জেলার রানাঘাটের গাঙনাপুর গ্রামের ওই বৃদ্ধের পরিবার মিমির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, বৃদ্ধ তাঁদেরই হারিয়ে যাওয়া কাকা। নাম কুমুদ শীল। লকডাউন চলাকালীন তিনি কলকাতায় এসেছিলেন পেনশন তুলতে । কিন্তু আর তারপরে বাড়ি ফিরতে পারেননি । তারপর প্রায় একমাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ । তাঁর আত্মীয় পরিজনরা অনেক চেষ্টা করেও সন্ধান পাননি তাঁর কুমুদবাবুর। শেষে সংবাদ মাধ্যমে খবর দেখে তাঁকে চিনতে পারে।

এরপর ওই বৃদ্ধের ভাইপো কলকাতায় আসেন এবং সাংসদের টিম ও কলকাতা পুলিশের সহায়তায় কাকার সঙ্গে হাসপাতালে দেখা করেন। অভিনেত্রীকে ভিডিও কলের মাধ্যমে ধন্যবাদজ্ঞাপন করেন তাঁরা। মিমিও কাকার যথাযথ যত্ন নিতে এবং খেয়াল রাখার পরামর্শ দেন ভাইপোকে যাদবপুরের সাংসদ জানান, তাঁদের বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা করে দেবেন তিনি।

বৃদ্ধের নাতি সৌরভ শীলও সোশ্যাল মিডিয়ায় মিমি , তাঁর টিম ও কলকাতা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি আরাধনা , তাঁর বন্ধু এবং যাঁরা যাঁরা তাঁর দাদুকে উদ্ধার করতে সাহায্য করেছেন , তাঁদের প্রত্যেককে জানিয়েছেন অশেষ আন্তরিক কৃতজ্ঞতা ।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version