জ্ঞানী ও উচ্চমার্গের রাষ্ট্রনেতা ছিলেন প্রণব, শোক জানিয়ে বললেন মোদি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও উচ্চমার্গের রাষ্ট্রনেতা। তাঁর প্রয়াণে দেশ এক মহান সন্তানকে হারালো। রাজনৈতিক জগতেও এই ক্ষতি অপূরণীয়। সোমবার প্রণববাবুর মৃত্যুর খবর আসার পরই শোকপ্রকাশ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানিয়ে পরপর কয়েকটি টুইট করেন। মোদি বলেন, দেশের নীতি নির্ধারণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁর জ্ঞানের পরিধি ছিল সুবিস্তৃত। বহু বিষয়ে তাঁর গভীর পাণ্ডিত্য ও অগাধ পড়াশুনো ছিল যা তাঁকে দলমতের উর্ধে শ্রদ্ধার আসনে বসিয়েছে। ব্যক্তিগত স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে দায়িত্বগ্রহণের পর যখন দিল্লিতে আসি, এখানকার বহু বিষয়ই আমার কাছে নতুন ছিল। সেই সময় তাঁর সান্নিধ্য- সাহচর্য ও পরামর্শের কথা আমি কখনও ভুলব না। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।

 

 

Previous articleসিংহের গুহায় ঢুকে বোঝাতে চেয়েছিলাম, ওরা কোথায় ভুল করছে : প্রণব মুখোপাধ্যায়
Next article“প্রণববাবু”: ই-বইয়ের মোড়কে অকথিত ধারাভাষ্য