মাস্ক নেই! পরনের জামা খুলে মুখে বাঁধাল পুলিশ

অগাস্ট মাসের সাপ্তাহিক লকডাউনের সোমবারই শেষ দিন। রাজ্য জুড়ে চলছে কড়া পুলিশি নজরদারি। এই পরিস্থিতিতে মাস্ক না পরেই সাইকেল নিয়ে হাওয়া খেতে বেরিয়ে বিপত্তি! জামা খুলিয়ে মাস্ক বানিয়ে সাইকেল কাঁধে করে বাড়ি পাঠাল পুলিশ। হুগলির বৈদ্যবাটিতে জিটি রোড চৌমাথায় সকাল থেকে নাকা চেকিং শুরু করে চন্দননগর পুলিশ। এক যুবককে দেখা যায় সামান্য অজুহাতে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছেন। শুধু তাই নয়, মাস্কও পরেননি। তাঁর পরনের টি শার্টটা খুলে মুখে বেঁধে বাড়ি পাঠায় পুলিশ। সঙ্গে সতর্কবাণী, “মাস্ক না পরে আর রাস্তায় বেরোবে না”। লকডাউনে বাইরে বেরোনোর কারণ দর্শাতে না পারলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।