ডোমকলে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আশাদুল শেখকে। সঙ্গে তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়। আদালতে পুলিশ তাদের ৫ দিনের হেফাজত চেয়েছে।

গতকাল, রবিবার ডোমকলের ১৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মোড়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে বিবাদ শুরু। রাস্তায় বাস, টোটো চলাকালীন আশাদুলের ভাই ও তার সঙ্গী রিভলবার বের করে গুলি চালায়। দুজন গুরুতর আহত হয়। আশাদুল ছিল ঘটনাস্থলের গায়েই। এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলা হলেও জেলা সভাপতি অশোক দাস তা অস্বীকার করেন, এবং তাঁর দাবি ছিল, ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত ছিল না। যদিও পুলিশ তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার করায় মুখ পুড়ল অশোক দাসের।


আরও পড়ুন : ফুটপাতে দোকান বসানো নিয়ে লড়াই, ডোমকলে প্রকাশ্যে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
