Thursday, December 25, 2025

যুব মোর্চার কমিটিতেও নেই মুকুলপুত্র, নেই মুসলিম মুখও

Date:

Share post:

ফের জোর ধাক্কা বিজেপি’র মুকুল রায় শিবিরে৷

যুব মোর্চার রাজ্য কমিটিতে ঠাঁই পেলেন না মুকুল-শিবিরের কেউই৷ জায়গা হয়নি মুকুল-পুত্র বিধায়ক শুভ্রাংশু রায়েরও৷ রাজ্য কমিটিতে পদ পাওয়ার আশায় ছিলেন মুকুল-ঘনিষ্ঠ শঙ্কুদেব পণ্ডা, কাশেম আলিরা৷ নিরাশ হয়েছেন তাঁরাও৷ ঘোষিত কমিটিতে এমন একাধিক লোককে আনা হয়েছে, যারা প্রথমে মুকুল রায়ের সঙ্গে থাকলেও, পরে সরাসরি অন্য নেতার খাতায় নাম লিখিয়েছেন৷ এরা মুখে বলে মুকুল, পেছনে গ্রুপবদল।

এ ছাড়া দ্বিতীয়বার ঘোষিত সংশোধিত রাজ্য যুব মোর্চার ৬১ জনের কমিটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়নি৷ এই কমিটি ঘোষণার পরই মুকুল-শিবিরে ক্ষোভ তুঙ্গে উঠেছে৷ এই অংশের বক্তব্য, পরিকল্পিতভাবেই দলের মধ্যে গোষ্ঠী রাজনীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে৷ বারে বারে মুকুল রায় এবং তাঁর অনুগামীদের বার্তা দেওয়া হচ্ছে, তারা বিজেপিতে ব্রাত্য৷
এদিকে যুব মোর্চার রাজ্য কমিটি রবিবার ঘোষণা হওয়ার পরই মুকুল- শিবিরে হাওয়া উঠেছে তৃণমূলে ফিরে যাওয়ার৷ সূত্রের খবর, শুভ্রাংশু রায়ের সঙ্গে তৃণমূলের শীর্ষস্তরের এক নেতার বিস্তারিত কথা হয়েছে৷ অসমর্থিত সূত্রের খবর, আগামী ১৭-১৮ সেপ্টেম্বর না’কি তৃণমূলে ফিরছেন শুভ্রাংশু রায়-সহ একঝাঁক নেতা-কর্মী, যারা আশা করেছিলেন এবারের যুব মোর্চা রাজ্য কমিটিতে পদ পাবেন৷ ওদিকে একই কারনে ফুঁসছেন বিজেপিতে সামিল হওয়া সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত যুব নেতারাও৷ এই অংশও তৃণমূলে ফিরতে তৎপরতা বাড়িয়েছেন৷

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...