করোনার বলি কলকাতা শহরের আরও এক চিকিৎসক। আজ, মঙ্গলবার এক শহরের এক বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসককের মৃত্যু হয়৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর৷

জানা গিয়েছে, চিকিৎসক সঞ্জয় সেন করোনা আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন মেডিকা হাসপাতালের ভর্তি হন৷ এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ অগস্ট থেকে রাখা হয়েছিল ইকমো সাপোর্টে৷ কিন্তু শেষরক্ষা হল না৷

জানা গিয়েছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সেন সল্টলেক আমরি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন৷ এছাড়া আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন৷

আরও পড়ুন- মোদি বিরোধীদের মদত দেয় ফেসবুক, পাল্টা অভিযোগে জুকেরবার্গকে চিঠি প্রসাদের
