মোদি বিরোধীদের মদত দেয় ফেসবুক, পাল্টা অভিযোগে জুকেরবার্গকে চিঠি প্রসাদের

উলটপুরাণ! এতদিন কংগ্রেস ও অন্য বিজেপি বিরোধীদের পক্ষে অভিযোগ তোলা হচ্ছিল যে ফেসবুক কর্তৃপক্ষ বিজেপির প্রতি পক্ষপাত করছে। আর এবার ঠিক তার উল্টো অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। নাম না করে কংগ্রেস ও অন্য মোদি বিরোধীদের প্রতি ফেসবুকের পক্ষপাতের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। মঙ্গলবার এই অভিযোগে তিনি ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গকে চিঠি পাঠিয়েছেন বলে জানান। প্রসাদ ফেসবুকের কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কংগ্রেস প্রীতির অভিযোগ তুলেছেন। পাশাপাশি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসম্মানজনক ও বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ করে ফেসবুক। অথচ যখন তা তথ্য দিয়ে খণ্ডন করা হয় তা প্রচারে অনীহা দেখায়। মোদির পক্ষে পেজ তৈরির পর তা মুছে দেওয়ারও নজির রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য লাগাতার প্রচার হয়েছে ফেসবুকের মাধ্যমে। রবিশঙ্কর প্রসাদ বলেন, দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টির পক্ষে যারা মদত দিচ্ছে তাদের বক্তব্য ঢালাও প্রচার করে রাষ্ট্রবিরোধী শক্তিকেই মদত দেওয়া হচ্ছে কিনা তা জুকেরবার্গের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- সরকারি বিধি নিষেধ মেনে শহরে খুলে গেল পানশালা

 

 

Previous articleসরকারি বিধি নিষেধ মেনে শহরে খুলে গেল পানশালা
Next articleশহরে ফের এক চিকিৎসক করোনার বলি