হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জন, দিল্লি কালীবাড়িতে প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান

দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোধি রোডের মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হলো প্রণব মুখোপাধ্যায়ের। এদিন রাতেই হরিদ্বারে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অস্থি হরিদ্বারের গঙ্গায় বিসর্জন করেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, পারিবারিক রীতি মেনেই প্রণববাবুর অস্থি হরিদ্বারের গঙ্গায় বিসর্জন।

এরপর আগামী ১০ সেপ্টেম্বর দিল্লি কালীবাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান করা হবে বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন- শহরে ফের এক চিকিৎসক করোনার বলি

Previous articleশহরে ফের এক চিকিৎসক করোনার বলি
Next articleপ্রণবের নামে উৎসর্গ শহরের বিখ্যাত দুর্গাপুজো, মণ্ডপে বাজবে তাঁর কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ