নিশীথ হারতেই কোচবিহারে শুরু ভাঙন! তৃণমূলে যোগ ৯ বিজেপি নেতার

পাঁচ বছর আগে কোচবিহার অমিত শাহের ডেপুটি হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানেই এবার গেরুয়া ভোটে ধস নেমেছে। জনগণ অমিত শাহের ডেপুটির উপর এবার আর আস্থা রাখতে পারে নি সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের জগদীশ বর্মা বসুনিয়ার কাছে প্রায় ৩৯ হাজার ২৫০ ভোটে হেরে গিয়েছেন নিশীথ। আর এই ঘটনার পরেই একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।

কোচবিহার লোকসভা কেন্দ্রের ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। জগদীশ বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। আজ শুক্রবার জগদীশের সিতাইয়ের বাড়িতে ওই পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান সহ ৯ জন সদস্য তৃণমূলের যোগ দেন।

ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা হল ১৮। সেখানে প্রাথমিকভাবে তৃণমূলের ৬ জন সদস্য ছিল। বিজেপির ৯ জন সদস্য পরে যোগ দেওয়ার ফলে এখন ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জন। জগদীশ বসুনিয়া মনে করছেন, যারা তৃণমূলে যোগ দিয়েছেন তারা তৃণমূলেই ছিলেন। ভয় দেখিয়ে তাদের বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তারা বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছেন।

কোচবিহার লোকসভা আসনের নিরিখে সাতটি বিধানসভার মধ্যে প্রায় সব বিধানসভায় ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল কংগ্রেস এবারেও নিজেদের ক্ষমতা ধরে রেখেছিল অন্যদিকে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি থেকে এই আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারে তাদের লক্ষ্য বিধানসভা নয়ে নয় আসন জেতা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান আত্ম সন্তুষ্টিতে ভুগলে হবেনা। আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে। নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া জানান , কোচবিহারের বাসিন্দাদের কাছ থেকে পরামর্শ নিয়েই উন্নয়নের কাজ করবেন।লোকসভার পরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে দলে।

আরও পড়ুন- নাচতে না জানলে উঠোন ব্যাঁকা! অধীরকে তীব্র কটাক্ষ ফিরহাদের

 

Previous articleনাচতে না জানলে উঠোন ব্যাঁকা! অধীরকে তীব্র কটাক্ষ ফিরহাদের
Next article২৯ নয়, রাজ্যে ৩৫টি আসনে জিতেছে তৃণমূল! সাফ জানালেন মমতা