সকালের স্বস্তি সন্ধেতে ফিকে, নয়া বিবৃতিতে এখনও করোনা মুক্ত নয় সিএসকে

সকাল থেকেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল সিএসকে শিবিরে । কারণ, দুই ভারতীয় ক্রিকেটার-সহ দলের যে ১৩ সদস্য করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন , তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছিল। এই সংবাদ ছড়িয়ে পড়তেই সমর্থকরা নড়েচড়ে বসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়েছিল। সবার ধারণা হয়েছিল যে দল তার মানে করোনা মুক্ত হয়েছে । কিন্তু সন্ধ্যায় দলের সি ই ও কাশি বিশ্বনাথের নতুন বিবৃতি সব আশায় আপাতত জল ঢেলে দিয়েছে।তিনি জানান, যাঁরা ইতিমধ্যে করোনা পজিটিভ হয়েছেন, তাঁদের নতুন করে টেস্ট করা হয়নি। দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি জানান, আমিরশাহীতে প্র্যাকটিসে নামার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট বাধ্যতামূলক। সেই টেস্টেই বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের রিপোর্ট নেগেটিভ আসে। দুবাইয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন আরও একবার টেস্ট হবে তাঁদের। এরই পাশাপাশি তিনি জানিয়ে দেন, কোভিড পজিটিভ ১৩ জনের এখনও নতুন করে পরীক্ষা হয়নি। প্রথম টেস্টের ১৪ দিন পর দ্বিতীয়বার টেস্ট করা হবে। কিন্তু সেই সময় এখনও হয়নি। করোনা আক্রান্ত প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে ৪ সেপ্টেম্বর থেকে বাকিদের অনুশীলন করতে কোনও অসুবিধা হবে না। প্রস্তুতি ম্যাচ নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত জানায় নি আইপিএল কমিটি ।