জিএসটি নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

জিএসটি নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।

জিএসটি নিয়ে বিশ্বাসভঙ্গ করছে কেন্দ্র। প্রথমেই বলা হয়েছিল রাজ্য জিএসটি থেকে ভাগ পাবে। এখন বলা হচ্ছে, জিএসটি-র বকেয়া দিতে পারব না।
রাজ্য থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন
রাজ্যকে ধার করতে বলা হচ্ছে বলে অভিযোগ মমতার। ধার ধার নিতে নিতে বিক্রি করে দিতে হবে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী জিএসটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রকেই মেটাতে হবে। ক্ষতিপূরণের অর্থ রাজ্যকে ঋণ নিতে বলার প্রস্তাব তাঁরা মানছেন না। প্রয়োজনে কেন্দ্র নিজে ধার করে ক্ষতিপূরণ মিটিয়ে দিক বলে জানান তাঁরা।

আরও পড়ুন : ৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি : মুখ্যমন্ত্রী

Previous articleBig Breaking: পাবজি-সহ আরও ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত
Next articleপেটের মধ্যে ছিল ৪ ফুট লম্বা সাপ! মুখ থেকে বের করলেন চিকিৎসক