ত্রিপুরায় ফের করোনা আক্রান্ত এক বিজেপি বিধায়ক

ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন আরও এক বিজেপি বিধায়ক। ওই বিধায়কের নাম কল্যাণী রায় । মঙ্গলবার নিজেই টুইট করে তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। তিনি লিখেছেন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীও করোনায় আক্রান্ত। তার অনুরোধ, তার সংস্পর্শে এই কদিনে যারা এসেছেন তাঁরা প্রত্যেকেই যাতে নিজেদের সেল্ফ আইসোলেশন -এ রাখেন এবং কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করেন। এখনযও পর্যন্ত ত্রিপুরায় বিজেপির চার বিধায়ক এবং আইপিএফটির দুই বিধায়ক করোনায় সংক্রমিত হয়েছেন।