নিখোঁজ জয়েন্ট পরীক্ষার্থী! জাতীয় সড়ক থেকে উদ্ধার ছাত্রের স্কুটি-হেলমেট

পরীক্ষা দিতে বেরিয়ে বেলঘরিয়া থেকে নিখোঁজ জয়েন্টের এক পরীক্ষার্থী। পরিবার সূত্রে খবর, রাস্তায় যানবাহনের কোনও ঝুঁকি না নিয়ে গতকাল মঙ্গলবার স্কুটিতে চেপে জয়েন্টের পরীক্ষা দিতে বেরিয়েছিল সেই ছাত্র।

তারপর সারারাত কেটে গেলেও ওই ছাত্র আর ঘরে ফেরেননি। এরপর আজ, বুধবার বেলডাঙা থানার মহুলা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের কাছে ওই ছাত্রে স্কুটিও হেলমেট উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ছাত্রের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

এদিকে পরিবারের অভিযোগ পাওয়ার পর ছাত্রের নিঁখোজ হওয়ার ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই ছাত্র গতকাল আদৌ তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ছিল কিনা। তার মোবাইল কল লিস্টও পরীক্ষা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: বন্যাকে উপেক্ষা করে কলকাতার পরীক্ষাকেন্দ্রে হাজির ঘাটালের মেধাবী ছাত্র