সুশান্ত সিং রাজপুতের জীবন বা রহস্যমৃত্যু সম্পর্কে কোনও বই, সিনেমা বা সিরিয়াল করতে হলে প্রয়াত অভিনেতার পরিবারের অনুমতি বাধ্যতামূলক। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন সুশান্তর পরিবারের আইনজীবী বিকাশ সিং। তিনি বলেন, আমি সুশান্তের চার বোন এবং বাবার পক্ষ থেকে এই বিষয়টি সকলকে জানাতে চাই যে, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ইচ্ছেমত কেউ বই, সিনেমা বা সিরিয়াল করতে পারবে না। সেজন্য প্রয়াত অভিনেতার বাবা ও বোনেদের অনুমতি নিতে হবে। পরিবারের লিখিত অনুমতি ছাড়া কেউ এধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
