বুধবার সকাল থেকে বিচিত্র সমস্যা।

পরের পর খবর, একাধিক এলাকায় দুর্গাপুজোর মন্ডপ তৈরির কাজ বন্ধ রাখতে বলছে পুলিশ। কোনো লিখিত নির্দেশ নয়। মৌখিক অনুরোধ, পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখুন। ফিরহাদ হাকিম থেকে সজল ঘোষ, সবার বড় পুজো থেকেই একই খবর আসছে। উদ্যোক্তারা অথৈ জলে। এখনও বিষয়টি স্পষ্ট নয়।

আরও পড়ুন : নেই আকর্ষণীয় থিম, একচালার ছোট প্রতিমা মহম্মদ আলি পার্কে
