হিমঘর উপচে পড়ছে। অথচ বাজারে
আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার কোমর বেঁধে নামলেও সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তার দাম আকাশছোঁওয়া। কোথাও ৩২ টাকা কেজি তো কোথাও ৩৫ টাকা। অথচ সরকার আলুর দাম ২৫ টাকায় বেঁধে দিয়েছে।
অধিকাংশেরই বক্তব্য, এক শ্রেণির ব্যবসায়ীর অন্যায় লোভের কারণেই সমস্যা তৈরি হয়েছে। অতএব তা কড়া হাতে মোকাবিলা করা দরকার। আলু-পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছিলেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ।
তবু পরিস্থিতি বদলায় নি।
করোনা আবহে অগ্নিমূল্য বাজার। সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা দরে ঘোরাফেরা করছে। পটলের দাম আকাশছোঁওয়া, কিছু ক্ষেত্রে দিতে হতে পারে ৮০ টাকা। সামগ্রিকভাবে সবজির দর ৫০ থেকে ৬০ টাকা। খোলা বাজারে আলুর পাশাপাশি পেঁয়াজের দামও বেড়েছে চড়চড়িয়ে। ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের হেঁসেলে ।
