পথশিশুদের পড়াশোনায় যাদবপুরের এফএম চ্যানেল

পথশিশুদের পড়াশোনায় অভিনব ভূমিকা নিতে চলেছে রেডিও। আজ, বুধবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব FM চ্যানেল ‘ Radio JU’ চালু হচ্ছে৷  এই FM ব্যবহার করেই রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন শিক্ষাদানের পরিকল্পনা নিয়েছে। আগেই তৈরি হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। সে সব সম্প্রচার করা হবে। অনুষ্ঠান সম্প্রচারের সূচনায় আজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার কথা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তীর।

আরও পড়ুন : স্মার্টকার্ড রিচার্জ করার অ্যাপ চালু মেট্রো রেলের

Previous articleবৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, প্রবল জলোচ্ছাসের সতর্কতা
Next articleআলু আকাশছোঁওয়া, পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম